ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকছড়িতে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
মানিকছড়িতে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু ...

খাগড়াছড়ি: খাগডাছড়ির মানিকছড়িতে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক আবদুল হালিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ ও হাসপাতাল জানায়, উপজেলার সাপমারার নোনাবিল গ্রামের কৃষক আবদুল হালিম বুধবার তার দুই ছেলে রাকিবুল ইসলাম ও রিফাত ইসলামকে নিয়ে জমিতে চাষাবাদ করছিল। এসময় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ছেলেসহ হালিম আহত হন। খবর পেয়ে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠান। সেখানে আহত আব্দুল হামিদের মৃত্যু হয়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনূর আলম জানান, নিহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। মূলত জমি নিয়ে বিরোধ থেকে এ হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৫ জুলাই, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।