সিরাজগঞ্জ: আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ই জুলাই) সন্ধ্যার দিকে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আহসান হাবীব এহসান, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উপদেষ্টামণ্ডলীর সদস্য আতাউর রহমান বরাত, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা প্রমুখ।
এ সময় বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য শামস এলাহী অনু সরকার, সূর্য্য বারি, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের জিকো, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটে সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক উত্তম কুমার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজীব আহমেদ, অর্থ সম্পাদক শাহেদ সেলিম খান, সাংস্কৃতিক সম্পাদক মনজুরুল ইসলাম ডাবলু, সদস্য আরিফুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
ওএইচ/