ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বেতাগীতে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
বেতাগীতে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নে নির্বাচনের জেরে ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম টিটুকে (মেম্বার) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

টিটু ভোরা গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জালাল গাজীর ইটভাটা এলাকা থেকে বর্তমান চেয়ারম্যান শিপন জোমাদ্দারের ভাই টিটু জোমাদ্দারের লোকজন নিহতের স্ত্রী শিল্পী বেগমের সামনে থেকে তাকে তুলে নিয়ে ছোট গৌরীচন্না এলাকায় পিটিয়ে হত্যা করে।
 
নিহতের স্ত্রী জানান, বর্তমান চেয়ারম্যান শিপন জোমাদ্দারের ভাই টিটু জোমাদ্দার তাদের গতিরোধ করে তার স্বামীকে জোড়পূর্বক উঠিয়ে নিয়ে যায়। বাধা দিতে গেলে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে সরিয়ে দেয়।
 
প্রত্যক্ষদর্শী বাইজিদ বোস্তামী বলেন, আমার চাচা মেম্বার টিটু তার সম্মানীভাতা আনতে বেতাগী যাচ্ছিলেন। এসময় কালো মাইক্রোবাসে করে আসা বর্তমান চেয়ারম্যান শিপন জমাদারের ভাই টিটু জোমাদ্দারসহ ১৫-২০ জন লোক তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে চাচা আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে পানিতে ঝাঁপ দেন। পানি থেকে তুলে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলায় আঘাত করলে তিনি নিস্তেজ হয়ে পড়েন। এসময় কালো মাইক্রোবাসে করে আসা বেশ কিছু লোকজন ওখান থেকে তাকে নিয়ে যায়। আমরা বাধা দেওয়ার চেষ্টা করলে আমাদের ধাওয়া দিলে আমরা ওখান থেকে নিজেদের জীবন বাঁচাতে স্থান ত্যাগ করি। সেই সুযোগে তাকে ওখান থেকে নিয়ে যায়। পরে আমরা  চাচাকে ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকায় খুঁজে পাই। সেখান থেকে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।