টাঙ্গাইল: আজ বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদুল আজহা। ঈদের ছুটিতে কর্মস্থল ছেড়ে বাড়ি ফিরছে লাখ লাখ মানুষ।
তারই ধারাবাহিকতায় ঈদের দিনেও অতিরিক্ত যানবাহন ও ঘরমুখো মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় উত্তরবঙ্গ মুখী লেনে যানজট রয়েছে। এ কারণে শত শত মানুষকে রাস্তায় ঈদ করতে হবে।
এর আগে মঙ্গলবার (২০ জুলাই) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বুধবার (২১ জুলাই) ভোরেও বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট রয়েছে।
মহাসড়কের রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকায় এমন চিত্র দেখা যায়। গণপরিবহন চললেও অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাকের উপরে করে যাতায়াত করছে।
যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি অনেক বেশি হচ্ছে।
রাসেল মিয়া নামে এক যাত্রী বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় গাজীপুর থেকে নওগাঁর উদ্দেশে রওনা দিয়েছি। বুধবার (২১ জুলাই) সকাল সোয়া ৬টা পর্যন্ত সেতু পার হতে পারিনি। স্বাভাবিক সময়ে সেতু পার হতে সর্বোচ্চ তিন ঘণ্টা সময় লাগলে ঈদ উপলক্ষে ১৮ ঘণ্টায়ও সম্ভব হয়নি। ঈদ রাস্তায় করতে হবে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হতে পারে।
জেলা পুলিশ বিভাগ সূত্র জানায়, ঈদে যানজট নিরসনে মহাসড়কে ৬০৩ জন পুলিশ দায়িত্ব পালন করছে। এছাড়া দুই শতাধিক হাইওয়ে পুলিশ মহাসড়কে দায়িত্বে রয়েছে।
বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, জুলাই, ২০২১
আরএ