ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

জীবননগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
জীবননগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে মিরাজ আলী ওরফে আলীরাজ (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার কয়া গ্রামে আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় জীবননগর থানা পুলিশ।

  আলীরাজ ওই গ্রামের মোশারেফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি আমবাগানে মরদেহটি পাওয়া যায়। তবে পরিবারের দাবি বাবার ওপর অভিমান করেই আলীরাজ আত্মহত্যা করেছেন।  

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোমিন পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, শনিবার (২৪ জুলাই) দুপুরে ঘাস কাটা নিয়ে আলীরাজকে বকাঝকা করেন তার বাবা মোশারেফ হোসেন। এরপর রাতের কোনো এক সময় বাবার ওপর অভিমান করে একটি আমবাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আলীরাজ। রোববার সকালে আলীরাজের ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি আমবাগানে আলীরাজের ঝুলন্ত মরদেহ পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।