ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
কুমিল্লায় ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  কুমিল্লায় ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

কুমিল্লা: কুমিল্লায় ৯ কোটি ২৫ লাখ ১ হাজার ৯০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গত ১০ মাসে কুমিল্লা ও ফেনীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ বিজিবি ব্যাটালিয়ন এসব মাদকদ্রব্য উদ্ধার করে।

 

সোমবার (২৬ জুলাই) দুপুরে কুমিল্লা শহরের কোটবাড়িস্থ বিজিবি ১০ ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রাঙ্গণে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন সরাইল রিজিয়ন কমান্ডার মো. তৌহিদুল ইসলাম।  

ধ্বংস করা মাদকের মধ্যে ৮০ হাজার ৯৪৭ পিস ইয়াবা, ফেন্সিডিল ৭১ হাজার ৫১৩ বোতল, গাঁজা ১ হাজার ৩৫০ কেজি, মদ ১৮ হাজার ৮৯ বোতল, বিয়ার ক্যান ১ হাজার ৬৭৫ বোতল, অবৈধ ট্যাবলেট ২ লাখ ৯৬ হাজার ৪২০টি, ইস্কাপ সিরাপ ২ হাজার ১৮ বোতল, টার্গেট এবং স্যানেগ্রা ৫ হাজার ৯৮০টি। যার আনুমানিক মূল্য ৯ কোটি ২৫ লাখ ১ হাজার ৯০০ টাকা।

মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহেম্মদ, কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল, ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বি, বিজিবিএম, পিএসসি।

আরও উপস্থিত ছিলেন- ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বী, উপ অধিনায়ক মেজর রেজাউর রহমান, এনএসআই কুমিল্লার যুগ্ম পরিচালক জিএম আলিমউদ্দিন, কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইমরুল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরাইল রিজিয়ন কমান্ডার মো. তৌহিদুল ইসলাম বলেন, মুজিববর্ষের দৃঢ় শপথ ‘মাদক চোরাচালান করবো রোধ, মুজিববর্ষের অঙ্গীকার সুরক্ষিত রাখিব বর্ডার’ এই স্লোগানকে ধারণ করে বিজিবি কাজ করে যাচ্ছে। মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবি বদ্ধপরিকর।  

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১ 
এসএইচডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।