ঢাকা: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ২টায় সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ভারতের হাইকমিশনার মন্ত্রীর কার্যালয়ে প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন। এ সময় তাদের মধ্যে বন্ধুপ্রতিম দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইয়াফেস ওসমান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে ভারতের সহযোগিতার কথা স্মরণ করেন এবং ধন্যবাদ জানান।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায় বাংলানিউজকে এ তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এসকে/আরবি