ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ক্ষুধার্ত বানরদের মুখে খাবার তুলে দিলেন ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
ক্ষুধার্ত বানরদের মুখে খাবার তুলে দিলেন ডিসি

রাঙামাটি: রাঙামাটির বৌদ্ধ ধর্মালম্বীদের তীর্থ স্থান রাঙামাটি শহরে অবস্থিত রাজবন বিহারের ক্ষুধার্ত বানরদের মুখে খাবার তুলে দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান।

বুধবার (২৮ জুলাই) সকালে বিহার প্রাঙ্গনে এসব খাবার দেওয়া হয়।

মূলত করোনাকালীন নিষেধাজ্ঞার কারণে বিহারে কোন পুণ্যার্থী না আসায় বিহারে অবস্থানরত বানরগুলো দীর্ঘদিন ধরে খাবার সংকটে পড়ে। এ কারণে জেলা প্রশাসক এমন মহতি উদ্যোগ হাতে নেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্ষুধার্ত বানরগুলোকে খাদ্য হিসেবে মিষ্টি কুমড়া এবং মটরসুটি খাওয়ানো হয়। পুরো বিহার জুড়ে প্রায় ১০০ উপর বানর বসবাস করছেন দীর্ঘ বছর ধরে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।