পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোজাম্মেল হোসেন হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের গাণ্ডতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী মাকসুদা বেগম জানান, তার স্বামী মোজাম্মেল দুপুর ১২টার দিকে বাড়ির সামনের বাগানের ডাল কাটতে একটি রেন্টি গাছের উঠেন। পরে একটি ডাল কাটলে সেটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে ওপর পড়ে। এতে গাছটি বিদ্যুতায়িত হয়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে থাকা নালার পানিতে পড়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
এসআরএস