ব্রাহ্মণবাড়িয়া: প্রথম দিকে করোনা সংক্রমণের হার ব্রাহ্মণবাড়িয়ায় কম থাকলেও বর্তমানে ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনই জেলায় প্রাণঘাতী এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে।
এ সংকট মোকাবিলায় অক্সিজেন ব্যাংক স্থাপন করেছে ‘বাউনবাইরার কতা’ নামে ফেসবুকভিত্তিক একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
‘নিঃশ্বাস নিবে ব্রাহ্মণবাড়িয়া’- এই স্লোগানে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে কার্যক্রম শুরু করেছে বাউনবাইরার কতার অক্সিজেন ব্যাংক। জেলা শহরের দক্ষিণ মৌড়াইলে অক্সিজেন ব্যাংকটি স্থাপন করা হয়েছে। এই ব্যাংক থেকে করোনায় আক্রান্ত রোগীরা বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিতে পারবেন। ব্যাংকের হটলাইন নম্বরে ফোন করলেই সংগঠনের স্বেচ্ছাসেবীরা আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে পৌঁছে দেবেন অক্সিজেন সিলিন্ডার। ইতোমধ্যে চারজন আক্রান্ত রোগী ব্যাংক থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়েছেন।
বাউনবাইরার কতা সংগঠনটি মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। করোনা মহামারির শুরু থেকেই সাধারণ মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনাসহ অসহায়দের পাশে দাঁড়িয়েছে সংগঠনের সদস্যরা। সদস্যদের নিজস্ব অর্থায়নে অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে বিতরণ করা হয় খাদ্যসামগ্রীও।
ব্যাংক পরিচালনার জন্য ৩০ সদস্যের একটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে। আপাতত সংগঠনের সদস্যরা নিজেদের অর্থায়নে ২০টি সিলিন্ডার দিয়ে ব্যাংকের কার্যক্রম শুরু করেছেন। ধীরে ধীরে সিলিন্ডার সংখ্যা বাড়িয়ে ১০০ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
করোনায় আক্রান্ত রোগীর অক্সিজেনের জরুরি প্রয়োজন পড়লে হটলাইনে ফোন করলেই স্বেচ্ছাসেবীরা রোগীর বাড়ি গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবেন। এজন্য চারটি হটলাইন নম্বারও চালু করা হয়েছে। নম্বরগুলো হলো- ০১৭১৬৭১০০৬৪, ০১৭১৬৭১০০৬৫, ০১৭১৬৭১০০৬৬ ও ০১৭১৬৭১০০৬৭। যদি কোনো রোগীর অক্সিজেন সেচুরেশন ৯০ এর নিচে নেমে গেলেই হটলাইনে ফোন করে শারীরিক অবস্থার কথা জানিয়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে বাউনবাইরার কতা সংগঠনের গ্রুপ এডমিন ডা. মাহাবুবুর রহমান এমিল বলেন, আপাতত ২০টি সিলিন্ডার আমরা কিনেছি। আরও ১০টি সিলিন্ডারের জন্য টাকা জমা দেওয়া হয়েছে। আমরা ধীরে ধীরে সিলিন্ডার সংখ্যা ১০০ করব। করোনা আক্রান্ত ধনী-গরীব যেকোনো রোগী আমাদের ব্যাংক থেকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিতে পারবেন। অক্সিজেন সিলিন্ডার পরিচালনার জন্য আমাদের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীও রয়েছে। করনো মহামারির সংকট কাটিয়ে উঠতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
বাংরাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এনটি