ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ২ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ২ মামলা

ঢাকা: চাঁদাবাজি, মিথ্যাচার-অপপ্রচার, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানির অভিযোগে র‌্যাবের অভিযানে গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে দু’টি মামলা দায়ের করেছে র‌্যাব।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় গুলশান থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দু’টি দায়ের করে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ও বিশেষ ক্ষমতা আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে। দু’টি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিন রিমান্ড চেয়ে তাকে আতালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।