ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কাহালুতে ৩০০ পরিবারকে ত্রাণ দিলো কালের কণ্ঠ শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
কাহালুতে ৩০০ পরিবারকে ত্রাণ দিলো কালের কণ্ঠ শুভসংঘ

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় ৩০০ অসহায় ও অতিদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। এছাড়া সবার মধ্যে মাস্ক বিতরণ করা ও করোনা সুরক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

শনিবার (৩১ জুলাই) দুপুরে কাহালু সরকারি কলেজ মাঠে উপজেলার ৩০০ অসহায় ও দুস্থ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করে শুভসংঘের সদস্যরা।

একইদিন সকালে জেলার শিবগঞ্জ উপজেলায় ৩০০ অসহায় ও অতিদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া নন্দীগ্রাম উপজেলায় আরও ৩০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর মাধ্যমে রাজশাহী বিভাগে কালের কণ্ঠ শুভসংঘের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় পর্যায়ক্রমে বগুড়া জেলায় ৪ হাজার ও রাজশাহী বিভাগে ২৪ হাজার পরিবারকে এ ত্রাণসামগ্রী দেওয়া হবে।

ত্রাণসামগ্রী বিতরণকালে কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ বলেন, বর্তমানে আমাদের দেশ ক্রান্তিকাল সময় পার করছে। সমাজের খেটে খাওয়া মানুষ অসহায় হয়ে পড়ছে। সেই মুহূর্তে বসুন্ধরা গ্রুপ সরকারের পাশাপাশি এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের ৭-১০ দিনের খাবার সহায়তা দিচ্ছে। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কালের কণ্ঠ শুভসংঘ এ ত্রাণসামগ্রী বিতরণে দেশব্যাপী অক্লান্ত পরিশ্রম করছে, তাই তাদেরও ধন্যবাদ জানাই। বর্তমান পরিস্থিতিতে সরকারের পাশাপাশি দেশের সব শিল্প প্রতিষ্ঠানের উচিত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান, কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন তালুকদার, কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ বগুড়ার ব্যুরো প্রধান লিমন বাসার, কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, বগুড়া জেলার উপদেষ্টা মোস্তফা মাহমুদ শাওন, সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, সদস্য মশিউর রহমান জুয়েল, শুভসংঘের নন্দীগ্রাম শাখার উপদেষ্টা আনোয়ার হোসেন রানা, প্রভাষক মাকসুদুর রহমান, শুভসংঘের গণ বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক মিম খান, উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রনি, আল জামি, অপূর্ব মণ্ডল প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।