ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না.গঞ্জের কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
না.গঞ্জের কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: ফ্রিজে কাঁচা মাংস আর বাসি মাংস একই সঙ্গে রাখার অপরাধে নারায়ণগঞ্জের কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২ আগস্ট) দুপুরে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান বাংলানিউজকে বলেন, নারায়ণগঞ্জের কাচ্চি ভাই শাখাতে ফিরনি ও ফালুদাসহ বোতলজাত কিছু খাবার রাখা ছিল। যেগুলোর কোনো মূল্য তালিকা লেখা ছিল না। সেখানে ক্রেতাদের কাছে ইচ্ছানুযায়ী দাম রাখা হয়। তারা খাবারের মান ঠিক রাখেন না। অভিযানে এসে দেখলাম একই ফ্রিজের একই চেম্বারে কাঁচা মাংস এবং রান্না করা বাসি মাংস রাখা হয়েছে। এটা স্বাস্থের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ