ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইসলামপুরে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, স্বামী-শাশুড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
ইসলামপুরে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, স্বামী-শাশুড়ি আটক

জামালপুর: জামালপুরের ইসলামপুরে যৌতুক না দেওয়ায় মায়া মনি (২৮) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যা করেছে স্বামী ও তার বাড়ির লোকজন।  

এ ঘটনায় ঘাতক স্বামী আলাউদ্দিন মণ্ডল (৩৫) ও শাশুড়ি আমেনা বেগমকে (৫৫) আটক করে মঙ্গলবার (৩ আগস্ট) আদালতে সোপর্দ করেছে পুলিশ।

সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় জেলার ইসলামপুর উপজেলার চিবাডুলি ইউনিয়নের ছোট ডেলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চিবাডুলি ইউনিয়নের ছোট ডেলিরপাড় গ্রামের জালাল উদ্দিন কাইলা মণ্ডলের ছেলে আলাউদ্দিন মণ্ডলের সঙ্গে প্রায় ১৪ বছর আগে পার্শ্ববর্তী বেলগাছা ইউনিয়নের পূর্ব বেলগাছা (ফকিরপাড়া) গ্রামের ফজলুল করিম মেন্ধুর মেয়ে মায়া মনির বিয়ে হয়। মাফিন (১০) নামে তাদের একটি ছেলে আছে। মায়ার কাছে যৌতুক চাওয়ায় উভয়ের মাঝে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল।

দাম্পত্য কলহের জেরে মায়া মনিকে তার স্বামী আলাউদ্দিন প্রায়ই নির্যাতন করতো। এরই জেরে সোমবারও মায়া মনিকে মারধর করতে থাকলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান, রাতেই নিহত গৃহবধূর ভাই রুহুল আজিম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় স্বামী আলাউদ্দিন মণ্ডল ও শাশুড়ি আমেনা বেগমকে আটক করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে এবং আটকদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।