ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতে প্রবেশের সময় ৭টি নৌকাসহ ৬ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
ভারতে প্রবেশের সময় ৭টি নৌকাসহ ৬ জন আটক

ফেনী: ফেনীর মুহুরী নদীতে বালু উত্তোলনের জন্য ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ৭টি নৌকাসহ ছয় বাংলাদেশি বালু শ্রমিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সদস্যরা।

বুধবার (০৪আগস্ট) দুপুরে জেলার পরশুরাম সীমান্তবর্তী দুই লাখ ১৫ হাজার ৯২৬ এস পিলার নিজকালিকাপুর এলাকায় মুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য নৌকা নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন তারা।

 

এ সময় বিজিবির স্থানীয় মজুমদারহাট বিওপির বিজিবির সদস্যরা সাতটি ইঞ্জিন চালিত নৌকাসহ ছয় বাংলাদেশি বালু শ্রমিককে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন-ভোলা জেলার চর ফ্যাশন থানার রফিক ফরাজী, ফারুক হোসেন, নেত্রকোনা জেলার বারকাঠা থানার মাহবুব, পরশুরামের আব্দুল মালেক, শাহাব উদ্দিন ও কামাল।

বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়রের অধিনায়ক লে. কর্নেল মো আব্দুর রহিম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এসএইচডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।