ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

নিয়ামতপুরে ২৫০ অতিদরিদ্র পরিবারে শুভসংঘের খাদ্যসামগ্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
নিয়ামতপুরে ২৫০ অতিদরিদ্র পরিবারে শুভসংঘের খাদ্যসামগ্রী

নওগাঁ: নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ২৫০ অতিদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। এছাড়া সকলের মাঝে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনামূলক কর্মসূচি পালন করা হয়।

 

বৃহস্পতিবার (০৫ আগস্ট) নিয়ামতপুর মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জমিরুন বেগম নামের এক উপকারভোগী বলেন, ‘মোক থুইয়ে মোর স্বামী আবার বিয়া করিচে। মোক একন নিজের খাওয়া নিজক জোগাল করা লাগে। মানসে যখন কাম করবা ডাকে তকন খাওয়া জোটে। একন তো কেউ আর কামও দেয়না। তোমাঘরক অনেক ধন্যবাদ হামাক ত্রান দেওয়ার জন্য। আল্লা তোমাঘরক সুস্থ থুক। ’

হেমাদ উদ্দিন নামের এক উপকারভোগী বলেন, ‘তোরা মোক এলা সাহায্য দিলি। এলা চাল-ডাল মোক কেউ দেই নাই। আল্লায় তোর বসুন্ধরাক উন্নতি দিক। তোমাঘর ভালো খাওয়া দিক। ’

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, আমাদের উপজেলায় অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়ায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও আমরা আমাদের আপনাদের পাশে চাই। করোনাভাইরাসের মহামারিতে দেশব্যাপী আপনাদের এই উদ্যোগ প্রশংসনীয়।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারিয়া পেরেরা, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, উপজেলা শাখার সভাপতি জামান হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা, শুভসংঘের উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রনিসহ শাহজাহান সাজু, জাবেদ আলী, রফিকুল ইসলাম, আব্দুল মতিন, আয়নুক হক, ইমরান হোসেন, দেলোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।