নরসিংদী: নরসিংদীর পাঁচদোনায় ভাড়া বাড়ি থেকে লামিয়া আক্তার সুমা (৩০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে পাঁচদোনা বাজারে বিল্লালের ভাড়াটিয়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লামিয়া দীর্ঘ এক বছর যাবত স্বামী-সন্তান নিয়ে বিল্লালের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকালে লামিয়ার স্বামী মিলে কাজ করতে যান। সকাল ৯টার দিকে ঘরের ভেতর নারীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পাশের ভাড়াটিয়ারা থানায় সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদী জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজিম।
পাঁচদোনা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইফসুফ বাংলানিউজকে জানান, নিহত গৃহবধূ মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তাকে তার পরিবার চিকিৎসাও করাচ্ছিলেন। পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে মর্গে রিপোর্ট দেখে বলা যাবে হত্যা না আত্মহত্যা।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এসআরএস