নীলফামারী: চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে নীলফামারী সদর উপজেলার মধ্য হাড়োয়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ আগস্ট) বিকেলে বিষয়টি জানান জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউপ।
গ্রেফতাররা হলেন- একই এলাকার মানিক মিয়া (২৬), সাহাব উদ্দিন (৩০) ও রবিউল ইসলাম (১৯)।
ওসি মো. আব্দুর রউপ জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার মধ্য হাড়োয়া এলাকা ওই চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে চোরাই একটি হিরো ব্রান্ডের মোটরসাইকেল ও বিভিন্ন যন্ত্রাংশ। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতাররা আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
এসআরএস