ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চলাচলের রাস্তা বন্ধ করায় এলাকাবাসীর মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
চলাচলের রাস্তা বন্ধ করায় এলাকাবাসীর মানববন্ধন মানববন্ধন।

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাস্তা আটকে গেট নির্মাণ করা হচ্ছে। রাস্তাটিতে চলাচলে বাধা দেওয়ায় স্থানীয়রা হাসপাতাল ও বাজারসহ জরুরি যাতায়াত করতে পারছেন না।

এর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী।
 
সোমবার (৯ আগস্ট) দুপুরে আজমিরীগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ইলামনগর গ্রামের সহস্রাধিক মানুষ গেট নির্মাণের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন। হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দিয়েছে তারা।
 

আন্দোলনরত এলাকাবাসী জানান, ইলামনগর থেকে আজিমনগর মসজিদ পর্যন্ত এক কিলোমিটার রাস্তাটি প্রায় একশ বছরের পুরোনো। দুইটি গ্রামের প্রায় তিন হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। সোমবার আজমিরীগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক গোলাম ফারুকের লোকজনকে আজিমনগরের সড়কের পাশে গেট নির্মাণ করতে দেখা যায়। রাস্তা দিয়ে কেউ চলাচল করলে তাদের বাধাও দেওয়া হচ্ছে।
 
স্থানীয় দুলভী বেগম বলেন, তিনি তার অসুস্থ এক আত্মীয়কে নিয়ে হাসপাতাল যাচ্ছিলেন। নির্মিতব্য গেটের কাছে গেলে তাদের চলাচলে বাধা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। অনেক দূর ঘুরে তাকে হাসপাতালে যেতে হয়েছে।
 
কলেজ ছাত্র তানভীর আহমেদ, আলাই মিয়া, টিপু সুলতান, আব্দুর রহমান, রাজু মিয়া, আদর মিয়া ও ইয়াছিন আরাফাত বলেন, এই রাস্তা দিয়ে ইলামনগর ও আজিমনগরের প্রায় দুই হাজার মানুষ চলাচল করেন। স্কুল-কলেজ, বাজার ও হাসপাতালে যাওয়ার একমাত্র মাধ্যম এটি। সড়কটি বন্ধ করে দেওয়ায় এলাকাবাসী দুর্ভোগে পড়েছেন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।
 
এ বিষয়ে যোগাযোগ করা হলে আজমিরীগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক গোলাম ফারুকের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
 
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহা সুমী বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে এখনও কিছু জানতে পারিনি। সরেজমিনে পরিদর্শনে গিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।