ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ৬৫ কেজি গাঁজা জব্দ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ৬৫ কেজি গাঁজা জব্দ, আটক ১ গাঁজাসহ আটকরা।

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া গ্রামে অভিযান পরিচালনা করে রিয়াজ হোসেন রিয়াদের ঘর থেকে ৫০ কেজি এবং পৃথক অভিযানে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে পুলিশ।  

সোমবার (৯ আগস্ট) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে রিয়াজ হোসেন রিয়াদের ঘর থেকে প্যাকেট ভর্তি ৫০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক নির্মূলে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, এর আগে গত ১৯ জুলাই সোমবার ৭৪ কেজি ভারতীয় গাঁজাসহ রিয়াদ হোসেন রিয়াদের বাবা গোলাম রসুল প্রকাশ মাসুদ রানাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

এদিকে সোমবার দুপুরে থানার এসআই আরিফ হোসেন, এএসআই ইয়াছিন ও এএসআই জুয়েল দে’র নেতৃত্বে ১৫ কেজি গাঁজাসহ মো. আব্দুল মালেক (৫৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, আটক রিয়াদ, ইলিয়াস ও অজ্ঞাত ২ জনসহ মোট ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।