ঢাকা: তিন দিন ধরে আবহাওয়া অধিদফতরের প্রায় সকল টেলিফোন সংযোগ কাটা পড়েছে। ফলে ব্যাহত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত কার্যক্রম।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া সোমবার (০৯ আগস্ট) জানান, গত তিনদিন ধরে এই অবস্থা চলছে। মেট্রোরেলের উন্নয়ন কার্যক্রমে কাটা পড়েছে সাতটি লাইন। কিভাবে যেন একটি লাইন রক্ষা পেয়েছে। না হলে কার্যক্রমই চালানো যেত না।
তিনি বলেন, সংযোগগুলো বিচ্ছিন্ন থাকায় আমরা আমাদের নিজেদের মধ্যেও যোগযোগ করতে পারছিনা। একটি লাইনের মাধ্যমেই কাজ চালাতে হচ্ছে। বিটিআরসিকে বিষয়টি জানানো হয়েছে। তারা বলেছে, ঠিক করে দেবে। কিন্তু কবে ঠিক করবে জানিনা।
আবহাওয়া অফিস ঝড়-বৃষ্টিসহ বন্যা, বজ্রঝড়, ভূমিকম্প, পাহাড় ধস, চন্দ্র ও সূর্যগ্রহণের পূর্বাভাস দিয়ে থাকে।
বাংলাদোশ সময়: ০০১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
ইইউডি/কেএআর