ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর শ্যামপুর ধোলাইপাড়ে সড়ক দুর্ঘটনায় ফারুক (৪০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) দিনগত রাতে ধোলাইপাড় ফুটওভার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক রংপুর কোতোয়ালি উপজেলার শেখপাড়া গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে ধোলাইপাড় ১ নম্বর গলিতে থাকতেন। গেন্ডারিয়ায় সজীব ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আয়রন ম্যান হিসেবে কাজ করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশনের একটি গাড়ি ধাক্কা দেয় তাকে। তবে গাড়িটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহতের ছোট ভাই মো. রাজু জানান, রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। ধোলাইপাড় ব্রিজের পাশে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সমরেশ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।