সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে ইয়াসিন আলী (৪২) নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়টা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইয়াসিন আলী উপজেলার রায়টা গ্রামের আক্তার আলীর ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ৪ বছর ৬ মাস সাজাপ্রাপ্ত আসামি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, ইয়াছিন আলীর নামে এসটিসি-২০৮/১৫, জিআর-২৫৯/১৪, এসটিসি-২০৭/১৫, এসটিসি-২০৮/১৫ নম্বর মামলা রয়েছে। এর মধ্যে একটিতে ৪ বছর ৬ মাসের সাজা, অনাদায়ে আরো ২০ হাজার টাকা জরিমানার আদেশ রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
আরএ