ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীর কদমতলী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
রাজধানীর কদমতলী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর কদমতলী পালপাড়া হাইস্কুলের গলি থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ আগস্ট) ভোর ৪টায় পালপাড়া হাইস্কুল গলির মোহাম্মদ হোসেন টিটুর বাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কদমতলি থানার উপ-পরিদর্শক (এসআই) হরিচাদ হাজরা বলেন, ভোরে ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখি। যুবকের পেটে ছুরিকাঘাতের চিহ্ন এবং গলায় কাপড় প্যাচানো ছিল।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে ওই যুবককে হত্যা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। মরদেহ শনাক্তের জন্য আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে সিআইডি। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।