ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বুধবার থেকে ভারতের ভিসা আবেদন শুরু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
বুধবার থেকে ভারতের ভিসা আবেদন শুরু

ঢাকা: দেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম আগামী বুধবার (১১ আগস্ট) থেকে চালু শুরু হবে।

মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।



ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, বুধবার থেকে দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ওই কার্যক্রম শুরু হবে। এজন্য কোনো ধরনের অনুমতি বা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। পর্যটন ভিসা ছাড়া সব ধরনের আবেদন করা যাবে ওই কেন্দ্রগুলোতে।

ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় দেশে ১৫টি ভিসা আবেদন কেন্দ্র রয়েছে।

নিচে কেন্দ্রগুলোর তালিকা দেওয়া হলো- ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা।

গত ১ জুলাই থেকে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। প্রায় এক মাস ১০ দিন বন্ধ থাকার পর পুনরায় ওই কেন্দ্রগুলো খোলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।