ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

পরীমনিকে দেখতে আদালতে তার নানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
পরীমনিকে দেখতে আদালতে তার নানা পরীমনিকে দেখতে আদালতে তার নানা

ঢাকা: চিত্রনায়িকা পরীমনিকে দেখতে আদালতে এসেছেন তার নানা শামসুল হক।  

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি সিএমএম আদালত এলাকায় আসেন।

 এরপর দুপুর পৌনে ১টার দিকে কয়েকজন স্বজনের কাঁধে ভর করে বয়সের ভারে ন্যুব্জ শামসুল হক এজলাসে প্রবেশ করেন।  

এদিকে চারদিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনিকে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে তাকে আদালতে আনা হয়।  

এদিন বনানী থানায় দায়ের করা মাদক মামলায় পরীমনির ফের ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে তার রিমান্ড আবেদনের শুনানি হবে।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
কেআই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।