ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাকলায়েনের ঘটনায় বিব্রত পুলিশ: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
সাকলায়েনের ঘটনায় বিব্রত পুলিশ: ডিএমপি কমিশনার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ফাইল ফটো

ঢাকা: আলোচিত নায়িকা পরীমনিকে জড়িয়ে গোয়েন্দা পুলিশের এডিসি গোলাম সাকলায়েনের ঘটনায় পুরো পুলিশ বাহিনী বিব্রত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

তিনি জানান, সাকলায়েনকে গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে বদলি করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নায়িকা পরীমনির সঙ্গে এডিসি গোলাম সাকলায়েনের প্রেমের বিষয়টি সামনে আসার পর রোববার (৮ আগস্ট) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর। পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি-ট্রেনিং) মিয়া মাসুদ করিমকে প্রধান করে এ কমিটি করা হয়।

এর আগে শনিবার (৭ আগস্ট) পরীমনির সঙ্গে সাকলায়েনের অনৈতিক সম্পর্কের অভিযোগে তাকে ডিবি গুলশান বিভাগ থেকে পিওএম পশ্চিমে বদলি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
পিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।