ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সোলার পার্ক থেকে নিজের নাম বাদ দিতে বললেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
সোলার পার্ক থেকে নিজের নাম বাদ দিতে বললেন প্রধানমন্ত্রী

ঢাকা: জামালপুরে যমুনা নদীর পাড়ে নির্মাণ করা হবে দেশের সবচেয়ে বড় ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র। ৩২৫ দশমিক ৬৫ একর জমির উপরে গড়ে উঠবে সোলার পার্কটি।

প্রকল্পের নাম দেওয়া হয় ‘শেখ হাসিনা সোলার পার্ক, জামালপুরের মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’। এতে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫১১ কোটি টাকা। প্রকল্পের আওতায় ভারতীয় ঋণ এক হাজার ১১৫ কোটি টাকা। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (১০ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।  

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। প্রকল্প থেকে নিজের নাম বাদ দিতে বলেন প্রধানমন্ত্রী নিজেই। পরে একনেক সভার সংশ্লিষ্টরা জোর দাবি জানালেই সবার দাবি নাকচ করে দিয়ে নিজের নাম বাদ দেওয়ার বিষয়ে অটুট থাকেন প্রধানমন্ত্রী।  

অন্যদিকে শেরেবাংলা নগরের মন্ত্রিসভা কমিটি পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম যৌথভাবে সংবাদ সম্মেলন করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, একটি প্রকল্প একনেক সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের নাম দেওয়া হয়েছিল ‘শেখ হাসিনা সোলার পার্ক, জামালপুরের মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’। তবে প্রধানমন্ত্রী নিজের নাম না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলেন। পরে নাম পরিবর্তন করে ‘জামালপুরের মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ করা হয়। প্রধানমন্ত্রী চান না নিজের নামে কিছু হোক। এজন্য পরে উনার নাম বাদ দেওয়া হয়।

‘ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন’ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯০ কোটি টাকা। প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে এম এ মান্নান বলেন, কোম্পানিগঞ্জ মেট্রো ঢাকা হচ্ছে। কেরানীগঞ্জের সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এমআইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।