ঢাকা: চিত্রনায়িকা পরীমনির মামলায় সংবাদ সংগ্রহের জন্য এজলাসে প্রবেশ করা নিয়ে পুলিশের সঙ্গে আদালতে কর্তব্যরত সাংবাদিকদের হট্টগোলের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সিএমএম আদালতের সাত তলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে তোলা হয় চিত্রনায়িকা পরীমনিকে।
এ নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় হট্টগোল। হট্টগোলের খবর পেয়ে প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর আহমেদ টেলিফোনে দায়িত্বরত কর্মকর্তাকে সাংবাদিকদের প্রবেশের সুযোগ দেওয়ার নির্দেশনা দেন। পরে সাংবাদিকরা এজলাসে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করেন।
এরপর শুনানি শেষে চিত্রনায়িকা পরীমনিকে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
কেআই/ওএইচ/