নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুলাভর্তি কাভার্ডভ্যান তল্লাশি করে ২২ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- আনোয়ারুল ইসলাম (৩৪), নুরুল ইসলাম (৫৯) ও দুলাল মিয়া (২৯)।
মঙ্গলবার (১০ আগস্ট) র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় গার্মেন্টসের তুলাভর্তি ওই গাড়িতে ২২ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় তিন মাদক কারবারীকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও পাচারকাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এমআরএ