ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত ফাইল ফটো

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিঠুন বালা (২৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।

 

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-পরিতোষ মণ্ডল (২৫) ও আইয়ুব মোল্লা (২৩)। আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিঠুন বালা উপজেলার দত্তডাঙ্গা গ্রামের স্কুল শিক্ষক নির্মল বালার ছেলে। আহত পরিতোষ মণ্ডল চাউলটুরী গ্রামের বিবেশ্বর মণ্ডলের ছেলে এবং আইয়ুব মোল্লা একই এলাকার হুমাউল মোল্লার ছেলে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, উপজেলার কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিঠুন বালা নামে একজন আরোহী ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন দুই আরোহী।  

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।