ঢাকা: কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ড বুধবার (১১ আগস্ট) থেকে তিন দিনব্যাপী ভার্চ্যুয়ালি ঢাকা সফর করবেন।
মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকার কানাডা হাইকমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্যারিনা গোল্ড বুধবার সন্ধ্যা থেকে ভার্চ্যুয়ালি ঢাকা সফরে যুক্ত হবেন। তিনি বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। বাংলাদেশে কানাডার উন্নয়ন প্রকল্প ও দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলাপ করবেন।
তিনদিনের সফরে ক্যারিনা গোল্ড রোহিঙ্গা সংকট নিয়েও সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
টিআর/ওএইচ/