ঢাকা: স্থানীয় বাড়িওয়ালা বাবুলের কাছ থেকে টাকা আদায়ের জন্য প্রতিবেশি ভাড়াটিয়ার শিশু সন্তান জিসানুল ইসলাম আকাইদকে (৫) নির্মমভাবে হত্যা করে অপহরণকারী রিকশাচালক সেলিম।
সোমবার (৯ আগস্ট) দিনগত রাতে খিলগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে গোড়ান টেম্পু স্ট্যান্ড ৮ নম্বর রোড এলাকা থেকে অপহরণকারী রিকশাচালক সেলিমকে গ্রেফতার করে।
এর আগে গত সোমবার দুপুরের দিকে খিলগাঁও নন্দীপাড়া নূর মসজিদ এলাকার বাবুলের বাড়ির দ্বিতীয় তলা থেকে নিখোঁজ শিশুর হাত বাঁধা ও গলায় ধারালো অস্ত্রের আঘাত অবস্থায় পচনশীল মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) এ ব্যাপারে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকল আলম বলেন, গত সোমবার দিনগত মধ্য রাতে সেলিমকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের জানায়, তার স্ত্রী কিডনি রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য টাকা লাগবে। অনেক আগে থেকেই বাড়িওয়ালা বাবুলের সঙ্গে তার ও স্ত্রীর পরিচয় আছে। সেলিম স্ত্রীর চিকিৎসার জন্য বাবুলের স্ত্রীর কাছে টাকা চায়। টাকা না পেয়ে পরে বাড়িওয়ালা বাবুলের কাছ থেকে টাকা আদায়ের জন্য পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী প্রতিবেশি ভাড়াটিয়ার শিশু আকাইদকে অপহরণ করে। পরে বাবুলের বাড়ির দ্বিতীয় তলায় শিশুটিকে নিয়ে ক্ষুর দিয়ে গলাকেটে হত্যা করে। হত্যার আগে শিশুটির দু’টি হাত বেঁধে ফেলে।
তিনি আরও বলেন, মূলত বাবুল ও তার স্ত্রীর কাছ থেকে টাকা আদায় করার জন্য সেলিম পরিকল্পনা অনুযায়ী বাড়িওয়ালা বাবুলের প্রতিবেশি ভাড়াটিয়া আকাইদকে বাড়ির দ্বিতীয় তলায় হত্যা করে সেখানে ফেলে রাখে। সেলিমের ধারণা ছিল শিশুটির মরদেহ দেখতে পেয়ে বাবুল তাকে খবর দেবে। তখন সে বাবুলের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে নেবে।
শিশুকে অপহরণ ও হত্যাকাণ্ডের কাজে ব্যবহৃত রিকশা, অপহরণকারীর পরনের টি-শার্ট, লুঙ্গি ও ক্ষুর জব্দ করেছে খিলগাঁও থানা পুলিশ। মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
নিহত শিশু মানিকগঞ্জ শিবালয় জাফরগঞ্জ উপজেলার রডমিস্ত্রি আব্দুল মালেকের তিন সন্তানের মধ্যে দ্বিতীয় ছিল। বর্তমানে বাবা-মার সঙ্গে ৩০/১ নূর মসজিদ এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো। তার মার নাম জরিনা আক্তার।
তার বাবা বলেন, গত ৬ আগস্ট বাসার সামনে অন্য শিশুদের সঙ্গে খেলা করার সময় আকাইদ নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে ওইদিনই খিলগাঁও থানায় জিডি করা হয়। পরে রাতেই সেটি অপহরণ মামলা হয়। ওইদিনই আমরা জানতে পেরেছি একজন রিকশাচালক আকাইদকে রিকশায় করে নিয়ে গেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন করেন। তিনি জানান, শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়েছে।
** খিলগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এজেডএস/আরবি