ঢাকা: মহামারি করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। চলমান কঠোর লকডাউনে দেশের বিভিন্ন স্থানের মতো পুরান ঢাকার মৌলভীবাজারেও শ্রমজীবী মানুষের (লেবার) মধ্যে উপহার বিতরণ করেছে গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে পুরান ঢাকার মৌলভীবাজারে বসুন্ধরা গ্রুপের প্রতিনিধিদের উপস্থিতিতে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের (বাল্ক) ঢাকার রিজনাল ম্যানেজার নিপন চন্দ্র দাস, মো. সিরাজুল ইসলাম, সুপারভাইজার মো. আসিফ হাওলাদার, মো. জুবায়ের আহমেদ। এছাড়াও মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. মুসলিম, মো. মাহতাব হোসেন, মো. ছালামত হোসেন লিপু ও মো. শাকিল মিয়া উপস্থিত ছিলেন।
রিজনাল ম্যানেজার নিপন চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, করোনাভাইরাস দুর্যোগে দেশের নিম্ন আয়ের মানুষের জন্য বসুন্ধরা গ্রুপ শুরু থেকেই কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ মৌলভিবাজারে খাদ্য সামগ্রীর ৩০০ ব্যাগ উপহার বিতরণ করা হলো। আজ শুধু এখানে না, সারা দেশেই বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে উপহার বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের ডিলারদের গুদামে কাজ করা শ্রমিকের (লেবার) মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। মৌলভিবাজারে ৩০০ শ্রমজীবীকে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২০০ গ্রাম ধনিয়া,জিরার গুঁড়া ও এক প্যাকেট মাস্ক দেওয়া হয়েছে। নিন্ম আয়ের মানুষের পাশে বসুন্ধরা গ্রুপ সব সময় রয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. মুসলিম বাংলানিউজকে বলেন, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের কর্মকর্তার উপস্থিতিতে সরাসরি শ্রমিকদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। অত্যন্ত সুন্দরভাবে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের মাঝে নিয়মিত খাবার বিতরণ করে যাচ্ছে। দেশ ও মানুষের কল্যাণে যা যা করণীয় তাই করবে বসুন্ধরা গ্রুপ। অন্যদেরও উচিত করোনাকালে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো।
বসুন্ধরার উপহার পেয়ে মো. আমির হোসেন বাংলানিউজকে বলেন, করোনার কারণে কাজ কমে গেছে। আগের অর্ধেক কাজও নেই। ফলে আয় রোজগারও কমে গেছে। এ দুর্দিনে বসুন্ধরা গ্রুপের উপহার পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
উপহার পেয়ে মো. হান্নান হওলাদার ও চাঁন মিয়া বাংলানিউজকে বলেন, করোনার মধ্যে এই উপহার আমাদের অনেক উপকারে আসবে। কারণ আগের মতো আর কাজ না থাকায় রুজিরোজগারও কমে গেছে। এক দিন কাজ থাকলে আরেক দিন কাজ থাকে না। এ সময়ে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের উপহার পেয়ে আমি খুবই খুশি।
জানা গেছে, ২০২০ সালের ২৯ মার্চ করোনা সংকট মোকাবিলায় দেশব্যাপী বসুন্ধরা গ্রুপের উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চলমান সংকট কাটিয়ে ওঠা পর্যন্ত সারা দেশে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
জিসিজি/এসআইএস