ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন মাহবুব তালুকদার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন মাহবুব তালুকদার

ঢাকা:  চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।  

মঙ্গলবার (১০ আগস্ট) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম এ সংক্রান্ত একটি চিঠি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার চিকিৎসার জন্য আগামী ১৫ আগস্ট যুক্তরাষ্ট্র সফরে যাবেন। ফিরবেন আগামী ৪ সেপ্টেম্বর। তার সফরসঙ্গী হবেন স্ত্রী নিলুফার বেগম।

এটি একটি ব্যক্তিগত সফর, যার সম্পূর্ণ ব্যয় মাহবুব তালুকদার নিজে বহন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আদেশটি জারি করা হয়েছে।

চাকরি ও বয়স দুই দিক থেকেই বর্তমান কমিশনারদের মধ্যে জ্যেষ্ঠ মাহবুব তালুকদার। বিভিন্ন ইস্যুতে কমিশন বৈঠকে মতামত দিয়ে আলোচনায় উঠে আসেন তিনি।

গত ১৯ জুন হঠাৎ অসুস্থবোধ করলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে রাতে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। পরদিন অবস্থার উন্নতি হলে কেবিনে নেওয়া হয় তাকে।

এরপর একমাস ওই হাসপাতালে ছিলেন মাহবুব তালুকদার। করোনা নেগেটিভ হলে গত ১৮ জুলাই বাসায় ফেরেন তিনি।

মাহবুব তালুকদার একজন কবি। সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। স্বাধীনতার আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে চাকরিজীবন শুরু করেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করেন তিনি।

বঙ্গবন্ধুর নির্দেশে উপ-সচিব হিসেবে তাকে ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৮ সালে জাতীয় সংসদ সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সরকারি চাকরি জীবন শেষ করেন মাহবুব তালুকদার। পরবর্তীকালে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান। তার গ্রামের বাড়ি নেত্রকোণার পূর্বধলায়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
ইইউডি/এনএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।