নেত্রকোনা: নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের মেন্দীপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় অনু আক্তার রেজিয়া (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মেন্দীপুর গ্রামের আবদুল মজিদের স্ত্রী অনু আক্তার রেজিয়া মঙ্গলবার বিকেলে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ব্যাটারি চালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন এ অবস্থায় রেজিয়াকে উদ্ধার করে পাশের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ইজিবাইক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এসআই