ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা শিবির থেকে ৮০ হাজার ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
রোহিঙ্গা শিবির থেকে ৮০ হাজার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা শিবির থেকে ৮০ হাজার পিস ইয়াবাসহ মনসুর আলী (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

আটক মনসুর আলী ৯ নম্বর ক্যাম্পের ব্লক সি/১৪ এর জাফরের ছেলে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের বি/৩৭ ব্লক থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এরপর সন্ধ্যায় এপিবিএনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াবা পাচারের জন্য কয়েকজন রোহিঙ্গা যুবক জড়ো হয়েছেন-এমন খবর পেয়ে ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের বি/৩৭ ব্লকে অভিযান চালানো হয়। অভিযানে ওই স্থান থেকে ৮০ হাজার ইয়াবাসহ মনসুর আলী নামের ওই যুবককে আটক করা হয়।

এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।