বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) সুলতা বৈদ্য (৩২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্বামী পঙ্কজ ঢালী।
সুলতা বৈদ্য জল্লার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছিলেন।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন চেয়ারম্যান বেবী রানী দাস।
স্থানীয়দের বরাত দিয়ে বেবী রানী দাস জানান, কুড়লিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ইউপি সদস্য সুলতা বৈদ্য তার স্বামী পঙ্কজ ঢালীর সঙ্গে মোটরসাইকেলে করে গৌরনদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ধামুরা-সানুহার সড়কে মোটরসাইকেলটি একটি নসিমনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রোড রোলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইউপি সদস্য ও তার স্বামী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুলতা বৈদ্যকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুলতা বৈদ্যকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এমএস/ওএইচ/