ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন জেনারেটর উপহার দিয়েছে 'হিড বাংলাদেশ'।
মঙ্গলবার (১০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেলের কাছে ১০ লিটার অক্সিজেন ফ্লো সমৃদ্ধ একটি অক্সিজেন জেনারেটরটি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, হিড বাংলাদেশের এরিয়া ম্যানেজার রতন কুমার অধিকারী এবং জেলায় কর্মরত সাংবাদিকরা।
করোনা পরিস্থিতিতে রোগীদের চিকিৎসাসেবায় হিড বাংলাদেশের এমন সজযোগিতা তজুমদ্দিনবাসীর উপকারে আসবে বলে মনে করছে সচেতনমহল।
বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এসআই