ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান আর নেই ফরহাদ রহমান ওরফে মাক্কি মিয়া

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের বাবা আওয়ামী লীগ নেতা ফরহাদ রহমান ওরফে মাক্কি মিয়া (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

মঙ্গলবার (১০ জুলাই) বিকেল ৪টা ৪০মিনিটে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে দুই স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য।

পারিবারিক সূত্র জানায়, ফরহাদ রহমান প্রথমে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। পরে লিভার সমস্যা ক্যান্সার ও যক্ষা রোগে ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।