ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ধারণক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে চলবে নৌযান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
ধারণক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে চলবে নৌযান বাংলানিউজ ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে বুধবার (১১ আগস্ট) থেকে চলাচল করবে নৌযান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মঙ্গলবার (১০ আগস্ট) এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।

 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্য অধিদপ্তরকর্তৃক প্রণীত সব স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিএ।  

মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

এ সময় তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণকালীন অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান ধারণ ক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের লক্ষ্যে ৬০ শতাংশ যাত্রী ভাড়া বাড়া সংক্রান্ত  বিআইডব্লিউটিএ’র ০১ এপ্রিলের আদেশের কার্যকারিতা বাতিল করা হয়েছে।

জাহাঙ্গীর আলম খান আরও জানান, অভ্যন্তরীণ নৌযানের যাত্রী ভাড়া সংক্রান্ত বিআইডব্লিউটি’র ২৩ এপ্রিল ২০১৩ সালে জারিকৃত আদেশ ১১ আগস্ট পুনরায় কার্যকর হবে।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
ডিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।