ঢাকা: জঙ্গি সংগঠন নব্য জেএমবির বোমা প্রস্ততকারকসহ কয়েকজন সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
মঙ্গলবার (১০ আগস্ট) রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বাংলানিউজকে জানান, নব্য জেএমবির বোমা প্রস্ততকারকসহ কয়েকজনকে আটক করেছে সিটিটিসি। বুধবার (১১ আগস্ট) দুপুরে ডিএমপি মিডয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
পিএম/এসআরএস