ঢাকা: মহামারি করোনা অতিমাত্রা বৃদ্ধির কারণে দীর্ঘ ১৯ দিন বাস, ট্রেন, লঞ্চ বন্ধ। মাঝে জরুরি প্রয়োজনে কিছু সময়ের জন্য গণপরিবহন ও লঞ্চ চালু করলেও আবার তা বন্ধ করে দেওয়া হয়।
দীর্ঘদিন বন্ধ থাকার পর যানবাহন চালু হওয়ার খুশিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যানবাহন মালিক ও শ্রমিকরা। মনের আনন্দে পরিষ্কার করতে ব্যস্ত বাস, ট্রেন ও লঞ্চ।
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায়, সবাই ব্যস্ত সময় পার করছে।
সদরঘাট লঞ্চ টার্মিনালে পরিবহন শ্রমিকরা একে অপরের সঙ্গে খোশগল্পে মত্ত হয়ে নিজদের লঞ্চগুলো সাবান পানি দিয়ে পরিস্কার করছেন। লঞ্চের ছাদ থেকে শুরু করে বাহির পর্যন্ত মটর লাগিয়ে পাইপ দিয়ে ধুচ্ছেন তারা।
অনেক লঞ্চে আবার রং করে লেখা হচ্ছে বিভিন্ন রকমের শুভকামনা।
কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, একদল শ্রমিক সকাল থেকেই প্লাটফর্মগুলোতে ধোয়া-মোছায় ব্যস্ত।
দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকার কারণে ইলেকট্রনিক মেশিনে ট্রেনগুলো ধৌতকরণ চলছে।
ধোয়া-মোছার পর ট্রেন ও বগিগুলোতে জীবাণুনাশক স্প্রে ছিটানোতে ব্যস্ত একদল পরিছন্নতাকর্মী।
সায়েদাবাদ বাস টার্মিনাল, যাত্রাবাড়ী, কাজলা এলাকায় দেখা যায়, বাসগুলোর ভেতর-বাহির শ্যাম্পু পানি দিয়ে ধোয়া হচ্ছে।
বাসের শ্রমিক তোফাজ্জল মিয়া বাংলানিউজকে বলেন, সকাল থেকেই আমরা গাড়ি ধোয়ার কাজে নেমে ব্যস্ত সময় পার করছি। প্রায় এক মাস ঘরে শুয়ে-বসে শরীরের অলসতা এসে গিয়েছিল। এখন মনে আনন্দ লাগছে যে আবার কাজ শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
ডিএন/এসআরএস