ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সকালেই রাজধানীতে ঢুকেছে দূরপাল্লার গণপরিবহন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
সকালেই রাজধানীতে ঢুকেছে দূরপাল্লার গণপরিবহন দূরপাল্লার গাড়ি। ছবি: বাংলানিউজ

ঢাকা: করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন ধরে দেশে কঠোর লকডাউন চলছিল। বুধবার (১১ আগস্ট) ভোর থেকে লকডাউন বা বিধি-নিষেধ শিথিলের ঘোষণা হলে মঙ্গলবার (১০ আগস্ট) রাত থেকেই মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন চলাচল শুরু করে।

বুধবার ভোর নাগাদ রাজধানীর প্রবেশ দ্বার গাবতলী বাসস্ট্যান্ডে দূরপাল্লার ও আন্তঃ জেলা গণপরিবহন প্রবেশ করছে।

বুধবার (১১ আগস্ট) সকালে রাজধানীর প্রবেশদ্বার গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে এমন চিত্র।

দেখা যায়, ভোর থেকেই দূরপাল্লার গণপরিবহন রাজধানীতে প্রবেশ করছে। একে অপরের পাশাপাশি বসেই ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদের আগে অনেকে বাড়ি গেলেও লকডাউনের কারণে ফিরতে পারেননি। লকডাউন শিথিল হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকে ফিরছেন প্রাণের শহর ঢাকায়। তবে কেউ কেউ পরিবার রেখেই চাকরি বাঁচাতে ফিরছেন বলেও জানান।

এ ব্যাপারে ফরিদপুর থেকে ঢাকায় আসা আমিন মিয়া বাংলানিউজকে বলেন, লকডাউনে অফিস বন্ধ থাকায় পরিবার নিয়ে বাড়ি চলে যাই। আজ থেকে অফিস খুলে যাওয়ায় পরিবার রেখে চাকরি বাঁচাতে ছুটে আসা। তবে এর আগে কখন এতো সময় বাড়িতে কাটাতে পারেননি বলেও তিনি জানান।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গাবতলীতে ব্যস্ত সময় পার করেছেন বলে জানান পরিবহন শ্রমিক সাদ্দাম হোসেন। তিনি বাংলানিউজকে বলেন, সন্ধ্যার পর থেকেই দূরপাল্লার বাস এখানকার কাউন্টার থেকে ছেড়ে গেছে। শুধু তাই নয় গতকাল সন্ধ্যা পর বিভিন্ন বিভাগ থেকে রাজধানীর উদ্দেশে গাড়ি রওনা দিয়েছে।

স্বাস্থ্যবিধি মেনেই গতকাল রাত থেকে আমাদের পরিবহন চালু হয়েছে বলে জানিয়েছেন হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজার এ কে এম রইছুল আলম সবুজ।  

তিনি বাংলানিউজকে বলেন, গতকাল রাতেই উত্তরবঙ্গ থেকে গাড়ি রওনা দিয়ে আজ সকালে ঢাকায় পৌঁছেছে। একই সঙ্গে গতকাল রাতে উত্তরবঙ্গের উদ্দেশে ঢাকা থেকে গাড়ি ছেড়ে গেছে। তবে সিঙ্গেল সিট নয় ডাবল সিটেই যাত্রী নিচ্ছি। এছাড়া আমরা আগের নিয়মেই ভাড়া কাটছি।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এসএমএকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।