ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

এডিস নিধন অভিযানে ১১ ভবনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এডিস নিধন অভিযানে ১১ ভবনকে জরিমানা এডিস নিধন অভিযানে ১১ ভবনকে জরিমানা

ঢাকা: এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণ অভিযানে ধানমন্ডি ১৫ নম্বরের নর্দার্ন হাসপাতালসহ ১১টি নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

মঙ্গলবার (১০ অগাস্ট) দক্ষিণ সিটি করপোরেশনের ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) অভিযান পরিচালনা করেন।


 
ভ্রাম্যমাণ আদালত এদিন মোট ১ হাজার ১১৮টি নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এ সময় মশার লার্ভা পাওয়ায় ১১টি নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানকে ১১টি মামলায় সর্বমোট ১ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  
 
এছাড়াও অভিযানকালে আরও ১২টি স্থাপনা ও বাসা-বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় তা ধ্বংস করা হয় এবং বাড়ির মালিকদের সতর্ক করা হয়।
 
এডিসের লার্ভা বিরোধী অভিযানের পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।