ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

করোনায় কর কমিশনার সালাহ্ উদ্দিন আহমেদের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
করোনায় কর কমিশনার সালাহ্ উদ্দিন আহমেদের মৃত্যু  ছেলের সঙ্গে সালাহ্ উদ্দিন আহমেদ

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার সালাহ্ উদ্দিন আহমেদে মারা গেছেন।  

বুধবার (১১ আগস্ট) সকালে এনবিআর'র জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু'মেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এনবিআর'র কর বিভাগের কর্মকর্তা সহকারি কর কমিশনার সালাহ্ উদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কর বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে  সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি ২৭তম বিসিএসের কর ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। কর অঞ্চল-৮ এ সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন সালাহ্ উদ্দিন আহমেদ।  

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিনিয়র সচিব, আইআরডি ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনিম।  

এক শোক বার্তায় তিনি সালাহ্ উদ্দিন আহমেদের মৃত্যুতে ব্যক্তিগতভাবে ব্যথিত ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। পাশাপাশি তিনি  জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৯ বছর বয়সী এক পুত্র সন্তান রেখে গেছেন।  

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এসএমএকে/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।