ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বনফুলের মিষ্টিতে মাছি ও তেলাপোকা!

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
বনফুলের মিষ্টিতে মাছি ও তেলাপোকা!  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় বনফুল অ্যান্ড কোংয়ের মিষ্টির মধ্যে পোকা ও তেলাপোকা পাওয়া যাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালাত। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আরও ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ আগস্ট) জেলা ভোক্তা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে কুলাউড়ার চৌমুহনী, স্টেশন রোড, দক্ষিণবাগসহ বিভিন্ন স্থানে বাজার মনিটরিং এবং অভিযান পরিচালিত হয়। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, অভিযানে আগের দিনের বাসি ফাস্ট ফুড বিক্রি করেছেন এমন অভিযোগ এনে কুলাউড়া উপজেলার দক্ষিণবাজারে অবস্থিত বনফুল অ্যান্ড কোং এর বিরুদ্ধে ইমরান খান নামে একজন লিখিত অভিযোগ করেন। তার অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা মিলে এবং চলমান অভিযানে ওই প্রতিষ্ঠানের মিষ্টির মধ্যে পোকা ও তেলাপোকা পাওয়া যায়। বিষয়টি সার্বিক দিক বিবেচনা করে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুসারে জরিমানার ২৫ শতাংশ (১৫০০ টাকা) অভিযোগকারী ইমরান খানকে দেওয়া হয়।

এছাড়াও অভিযান চলাকালে আরিফ নামে আরেকজন অভিযোগকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে চৌমুহনাতে অবস্থিত মোবাইল বাজারকে নিয়মিত সেবা না দেওয়ার অনিয়মে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুসারে ২৫ শতাংশ (২৫০ টাকা) অভিযোগকারী আরিফকে দেওয়া হয় বলে জানান আল আমিন।

তিনি আরও জানান, অভিযানে মোট ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করা এবং ভোগ্যপণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
বিবিবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।