ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর মোহাম্মাদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এটি এম মোতাকাব্বির হোসেন জুয়েল (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) দিনগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় জুয়েলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক বুধবার (১১ আগস্ট) ভোর ৪টায় জুয়েলকে মৃত ঘোষণা করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

জানা গেছে, নিহত জুয়েলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায়। তিনি থাকতেন মোহাম্মাদপুর এলাকার চন্দ্রিমা মডেল টাউনে ও নির্মাণাধীন ভবনের ঠিকাদারির করতেন।

মোহাম্মাদপুর থানার উপ-পরিদশর্ক (এসআই) সাহিদুল ইসলাম জানান, রাতে কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে গণভবন সংলগ্ন ক্রসিংয়ের সময় বিপরীত পাশ থেকে আসা একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়।  পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে বুধবার ভোর ৪টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘাতক লরিটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, সেটি শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।