ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

লকডাউনের ১৯ দিনে বাগেরহাটে ৭ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
লকডাউনের ১৯ দিনে বাগেরহাটে ৭ লাখ টাকা জরিমানা

বাগেরহাট:  কঠোর লকডাউনের ১৯ দিনে স্বাস্থ্যবিধি না মানায় বাগেরহাটে ৯৬৬ মামলায় ৯৯৪ জনকে  সাত লাখ ৫০ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

২৩ জুলাই সকাল থেকে ১০ আগস্ট রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

এ সময়ে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সব ধরনের বিধি-নিষেধ মানার জন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করেছি। হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রীও বিতরণ করা হচ্ছে। তবে যারা বিধি-নিষেধ অমান্য করে বিনা প্রয়োজনে বাইরে এসেছেন এবং স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অনীহা প্রকাশ করেছেন আমরা তাদের আইনের আওতায় এনেছি। কঠোর লকডাউনের ১৯ দিনে জেলায় ৯৬৬টি মামলায় ৯৯৪ জনকে ৭ লাখ ৫০ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এসময়ে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।