নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় বাড়ি থেকে এক সঙ্গে বের হওয়া দুই বন্ধু সাইদুল মৃধা (২৬) ও শেখ সোহেল (২৬) চার মাস ধরে নিখোঁজ রয়েছেন।
গত ২০ এপ্রিল উপজেলার ঘাটা এলাকায় নিজ বাড়ি থেকে দুজন বের হয়ে আর ফিরে আসেনি।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল সকাল ১১টার দিকে কাজীরচর এলাকার সাজ্জাদ মোল্লা নামে এক ব্যক্তি তাদের দেখা করতে বলেছেন বলে বাড়ি থেকে বের হন সাইদুল ও সোহেল। সারাদিন শেষে রাতেও বাড়ি না ফিরলে উভয়ের পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। কিন্তু আজও পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে দোহার থানায় একটি সধারণ ডায়রিও করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
সাইদুলের মা রাজিয়া বেগম কান্নাজরিত কণ্ঠে বাংলানিউজকে জানান, ২০ এপ্রিল বেলা ১১টার দিকে প্রতিবেশী সোহেল তাদের বাড়ি এসে তার ছেলে সাইদুলকে জানান কাজীরচর এলাকার সাজ্জাদ মোল্লা নামে এক ব্যক্তি তাদের দেখা করতে বলেছেন। এরপর সোহেলের সঙ্গে সাইদুল বাড়ি থেকে বের হয়ে যায়। সেদিন সন্ধ্যা ৭টার দিকে আমার ছেলে মোবাইলে জানায় সে মাওয়া আছে। রাতে ফিরবে না। কাল সকালে বাসায় আসবে। পরের দিন সকালে আমি সাইদুলের মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
নিখোঁজ সোহেলের মা রেনুয়ারা বেগম জানান, এ বিষয়ে আমি কিছুই জানতাম না, আমি বাড়িতে না থাকায় সোহেলের সঙ্গে আমার কথা হয়নি। আমি আমার ছেলেকে ফেরত চাই। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে ঘটনার বিষয়ে জানতে সাজ্জাদ মোল্লার বাড়িতে গেলে তাদের পরিবারের কাউকেই পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, থানায় জিডি হয়েছে খবর পেয়েই সাজ্জাদ মোল্লা সপরিবারে কৌশলে এলাকা ত্যাগ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, সাইদুলের মা বলেছেন সে মাওয়াঘাট থেকে নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
আরএ